National

বিশ্ব ভ্রমণে যাচ্ছে বাংলাদেশি দম্পতি

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করতে বিশ্বের বিভিন্ন দেশ নানা সচেতনতামূলক কাজ করে আসছে। বাংলাদেশও পিছিয়ে নেই।

বাংলাদেশের মোহাম্মদ শাহেদ ফেরদৌস ও ফাতেমা সুলতানা শ্যামা এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন।

‘রাইড ফর গ্রিন আর্থ’ স্লোগান নিয়ে এ দম্পতি মোটরসাইকেল যোগে বিশ্বভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পদযাত্রা উদ্বোধন করা হয়।

পাশাপাশি ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ‘পাথফাইন্ডার অ্যাডভেঞ্চার ক্লাব’র উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক গাজী মতিউল হক পেয়ারু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোটের আইনজীবী একেএম বদরুদ্দোজা, দু’বার এভারেস্ট বিজয়ী এমএ মুহিত, প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে মোটরসাইকেল ভ্রমণকারীদের ধন্যবাদ জানিয়ে পাথফাইন্ডার ক্লাবের ব্যবস্থাপক বলেন,    “ শাহেদ ফেরদৌস ও ফাতেমা সুলতানা শ্যামা দম্পতি প্রথম বাংলাদেশি হিসেবে ‘জলবায়ু পরিবতনের প্রভাব’ সম্পর্কে বিশ্ববাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ‘রাইড ফর গ্রিন আর্থ’ স্লোগান নিয়ে বিশ্ব ভ্রমণ করবেন।

আগামী ১৫ এপ্রিল এ দম্পতি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগে তারা মোটরসাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা, মো. শাহেদ ফেরদৌস ১৯৯৮ সালে এশিয়া, ইউরোপ ও আফ্রিকাসহ ৮টি দেশ ভ্রমণ করেন।

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে, সময় ও ৭১ টিভি, রেডিও টু-ডে। ভ্রমণে সহযোগিতা করছে ‘পাথফাইন্ডার ক্লাব’। এভারেস্ট জয়ী এমএ মুহিত ও নিশাত তাদের ভ্রমণে সফলতা কামনা করে বলেন, “এ ধরনের সচেতনতামূলক কাজে সবারই এগিয়ে আসা উচিত।”

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৩
আরইউ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর